মুহম্মদ জাফর ইকবালের “মুক্তিযুদ্ধের ইতিহাস” বইটি মনে হয় এ পর্যন্ত ইতিহাস নিয়ে লেখা সবচেয়ে ছোট বই। মাত্র বাইশ পাতার এ ছোট্ট বইয়ে তিনি মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস তুলে ধরেছেন। বইটির প্রতিটি লাইনের জন্য বিশ্বাসযোগ্য রেফারেন্স ব্যবহার করেছেন তিনি।
http://liberationwarbd.org/
সবাই একবার হলেও বইটা পড়ার চেষ্টা কর.