Asus VX229H Review 😍
১৩হাজার৳ এর মধ্যে আমার মনে হয়না এর চেয়ে ভালো কোনো মনিটর আছে। কয়েকদিন ব¤্যবহার করে এখন পর্যন্ত কোনো নেগেটিভ দিক পেলাম না।
প্রথমে কিনতে গিয়েছিলাম LG-22MP68VQ মনিটরটি। কিন্তু দেখলাম আর ৬০০৳ বাড়ালেই এই মনিটর টি পাওয়া যাবে। এবং অনেক জায়গায়/রিভিউতে দেখলাম আসুস এর এই মনিটরের বিল্ড কোয়ালিটি,ডিজাইন ও রিভিউ অসাধারণ এবং অনেকেই বলে ২২"মনিটরের মধ্যে আসুস এর এই স্পেসিফিক মডেল নাকি বেস্ট (ইউজ করে বোঝা গেল আসলেই সত্য)।সাধারণত এই মনিটরের দাম ১২৫০০-১৩৫০০৳ থাকে কিন্তু ভাগ্যবশত কম এর মধ্যেই পেয়ে গেছি।
আপনি এমডি জিপিউ ইউজার হয়ে থাকলে অবশ্যই LG এর টা নিতে বলবো FREE SYNC এর জন্য(কিন্তু এই মনিটরে Free Sync অন করলে নাকি কিছু ঝামেলা দেখা যায় এবং অতিরিক্ত আইপিএস গ্লো করার প্রব্লেম ও দেখেছিলাম), কিনার আগে যাচাই করে নেওয়া উওম।কিন্তু আপনি এনবিডিয়া ইউজার হয়ে থাকলে আর বাজেটে প্রবলেম না হলে অবশ্যই এই মনিটরটি সাজেস্ট করব।
আপ টু 75HZ রিফ্রেশ রেট,৫এমএস রেসপন্স টাইম হওয়ার জন্য গেমিং এর ক্ষেত্রে বেস্ট বলা যায়।আর IPS LED Panel হওয়ায় Color, Contrast খুবই ভালো। এছাড়া আরও অন¤্যতম সুবিধা ও আকর্ষণীয় দিক রয়েছে,যেমন-ফ্লিকার ফ্রি ডিসপ্লে,ফ্রেম লেস ডিজাইন ও টাইটানিয়াম ব্ল্যাক ফিনিশিং,ভিভিড পিক্সেল,2X HDMI Port,গেম অন মোড,ওয়াইড ভিউয়িং এংগেল(১৭৮ ডিগ্রি),sRGB মোড,ব্লু লাইট(আই কেয়ার এর জন্য) ইত্যাদি।আর মনিটরের ইন্টার্নাল স্পিকার ও মোটামোটি ভালোই, কিন্তু কেউ এই স্পিকারেই ডিপেন্ডেন্ট থাইকেন্না :v
এবং সবদিক দিয়েই অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি।যারা নিউ মনিটর কিনার চিন্তা করছেন,এই মনিটরটি নিতে পারেন নিঃসন্দেহে(কারণ এখন দাম কম আছে,কখন আবার দাম বেড়ে যাবে বলা যায় না)। এছাড়া কথায় আছে-জিনিস যেইটা ভালো,দাম তার একটু বেশি 😙 :p আর বাজেট কম এবং ফিক্সড থাকলে LG এর টা ও ভালো চয়েজ।
সময় নিয়ে পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ,কোন ভুল হলে ক্ষমাপ্রাথি :-)