ল্যাপটপ কিনব, অভিজ্ঞদের সাজেশন চাই। রিকয়ারমেন্টসঃ
১। ওজন সর্বোচ্চ ২ কেজি (অন্য সব পয়েন্টগুলো খুব ভালভাবে মিলে গেলে এখানে কিছুটা ছাড় দেওয়া হবে)
২। ৬-৮ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে। (৬ ঘন্টা মিনিমাম)
৩। মিনিমাম ২.৫ গিগাহার্টজ কোর আই ফাইভ বা সমমানের এএমডি প্রসেসর হতে হবে।
৪। কমপক্ষে ৮ গিগাবাইট র¤্যাম হতে হবে, বেশী হলে আরও ভাল
৫। মূলত মাল্টিটাস্কিং এর জন্য ব্যবহৃত হবে যেমনঃ একসাথে দুই তিনটা ব্রাউজারে ১৫-২০ টা ট্যাব ওপেন থাকবে, এমএস অফিস (লেটেস্ট), মাঝে মধ্যে ফটোশপ, ফুল-এইচডি মুভি দেখা ইত্যাদি সব কিছু একসাথে করা যাবে। কোন ল্যাগিং হবে না।
৬। যেসব কাজে ব্যবহৃত হবে নাঃ গেমিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এনকোডিং, রেন্ডারিং ইত্যাদি।
৭। বাজেট ৫০,০০০ টাকা (প্রথম পয়েন্টের মতই অন্য পয়েন্টগুলো খুব ভালভাবে মিলে গেলে বাজেট অল্পকিছু বাড়ানো যাবে।)