collected from a facebook group
আই ডি বি / মাল্টি প্লান এর সামনে একটা ছিনতাই গ্রুপ থাকে । জারা বিভিন্ন টেকনিকে আপনার কিনা মূল্যবান ল্যাপটপ / পিসি হাতিয়ে নিতে পারে । সম্প্রতি কিছু গেমিং গ্রুপ আর পুরবের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের অই ছিনতাই এর ২/৩ টা নমুনা বলি । সাবধান থাকবেন ।
১ === কিছু রিকসা ওয়ালা এই ছিনতাই গ্যাং এ জড়িত থাকে । আপনি প্রোডাক্ট নিয়ে অই রিকশা তে উঠা মাত্রই অই গ্রুপ এর বাকি রা আপনাকে ফলো শুরু করবে । রিকশা ওয়ালা একটা নিরজন / অন্ধকার রাস্তায় এসে ইচ্ছা করে তাদের বিশেষ এক টেকনিকে রিকশার চেইন ফেলে দিবে । তারপর আপনাকে বলবে , নেমে দাড়াতে । আপনি নেমে দাঁড়াবেন । আর এক্তু পরেই পিছন থেকে কেও ইচ্ছা করে আপনাকে ধাক্কা দিবে । হয়ত তার হাতের কোন কিছু ইচ্ছা করেই ফেলে ভেঙ্গে ফেলবে । অতঃপর সে আপনার সাথে ইচ্ছা করে তর্কে জড়াবে । আর একটু পরেই পরিকল্পনা অনুযায়ী গ্রুপ এর বাকি রা এসে অই লোক কে সাপোর্ট জানাবে । আপনি এক পর্যায়ে এই ভেঞ্জে জাওয়া জিনিসের দাম দিতে চাইবেন , বাট তারা বলবে এটার মধ্যে / এটা একটা দামি জিনিশ / অথবা কোন পারিবারিক জিনিশ যা দাম দিয়ে পে করা অই মুহুরতে আপনার পক্ষে সম্ভব না । কজ তারা জানে এই সব প্রযুক্তি মার্কেট থেকে কিছু কিনে বের হওার পর ৯৫% মানুশের ই পকেট এ ভাড়ার টাকা ছাড়া বিশেষ কিছু থাকে না । সো তাদের এক্সত্রা ডিমান্ড আপনি অই টাইম এ পে করতে পারবেন না । তারা এভাবে ঝামেলা করতে করতে আপনাকে ঘিরে ধরবে , আর রিকসাওয়ালা কোন চিপা দিয়া আপনার পিসি নিয়া ভাগসে আপনি টের ও পাবেন না । অতঃপর কাজ হয়ে গেলে অই ছিনতাইকারিরা যেভাবে উরে আসছিল , ঠিক অইভাবেই আপনাকে সরি / বাদ দেন ভাই / ভুল তো মানুশের ই হয় ইত্যাদি বলে পগার পার দিবে । আপনার ততক্ষণে আম ছালা ২ টাই গেসে ।
যারা ঢাকায় থাকেন তাদের জন্য ( IDB থেকে বের হলে dib টু তালতলা রাস্তা টা আর idb টু জিয়া উদ্দান এই রেঞ্জ টা তাদের ফেভারেত জায়গা । কারন এখানে সন্ধার পর রাস্তা খুব নিরব থাকে আর লাইট খুব ই কম আর স্থানে স্থানে অন্ধকার )
২ === অনেক কষ্টের টাকা দিয়ে ল্যাপটপ কিন্সেন । রিকশায় বসছেন । বিকাল বেলা । ফুরফুরে বাতাস । হাতে নতুন ল্যাপটপ । কি আনন্দ । মনে হবে একটা সেলফি তুলার এই তো সময় । আপনি একটু ও আন্দাজ করতে পারবেন না ল্যাপটপ কিনে বের হওার পরপর ই আপনার রিকশার পিছু নিয়েছে এক বাইক । তাতে ২ আরহি । একটু অন্যমনস্ক হবেন । পাশে দিয়ে ছু করে চলে যাবে অই বাইক । দেখবেন আপনার হাত ফাকা । colonthree emoticon আপনি পুরাই ভোগচদ হয়ে জাবেন । আর রিকশা নিয়ে অবশ্যই বাইক কে তাড়া করা সম্ভব না ।
৩ === পিসি কিনে যাচ্ছেন রিকশা করে অথবা নিজের বাইক এ যাচ্ছেন । ছিনতাইকারিরা ইচ্ছা করে আপনার বাইক / রিকশা এর সাথে লাগাইয়া দিবে । আপনি এক পর্যায়ে নেমে কথা বলতে থাকবেন । পিছে থেকে অন্য কেও আপনার পিসি নিয়ে পগার পার । colonthree emoticon
৪ === অন্ধকার প্লেস এ ডাইরেক্ট থামিয়ে চাকু / ছুরি ধরতে পারে । কমন ফর্ম অফ ছিনতাই । আরগু করবেন না । জীবন অনেক মূল্যবান পিসি থেকে । অদের মায়া দয়া নাই । একটা পোঁচ মেরে দিলে পিসি তো জাবেই , জীবন ও যেতে পারে ।
৫ === মলম পার্টি , বাস এর পিছের দিকের সিটে এদের অবস্থান থাকে বেশি , সাথে ল্যাপটপ / দামি মোবাইল দেখলে পিছের সিট থেকে আপনার শার্ট এর কলারে মলম লাগাইয়া দিবে , আস্তে আস্তে আপনি শ্বাস এর সাথে ওইটা গ্রহন করবেন আর এক টাইম এ গভির ঘুমে তলিয়ে জাবেন । উঠে দেখবেন সাথে কিছুই নাই । অনেকে অবশ্য দয়া করে শুনছি ভাড়ার টাকা টা রেখে যায় পকেট এ colonthree emoticon
এছাড়াও আছে আরও অনেক নিত্ত নতুন কায়দা ।
==== তো কি করবো ??? কিনবো না নাকি কিছু ??? =====
অবশ্যই কিনবেন ।
- রাত / সন্ধ্যা এর টাইম পরিহার করুন ।
- সাথে ফ্রেন্ড সার্কেল রাখেন ।
- ল্যাপটপ কিনলে বাস এ উথেন , সাম্নের দিকে বসার ত্রাই করেন ।
- পিসি কিনলে একটা ট্যাক্সি নেন । ( not CNG , এতো টাকা দিয়া পিসি কিনলে আমি বিশ্বাস করি ৩০০ টাকা ট্যাক্সি ভাড়া ও দিতে পারবেন colonthree emoticon )
- একটু আসে পাশে খেয়াল রাখবেন ।
আক্রান্ত হলে কি করবেন ????
- তাদের সাথে কোন আরগু তে জাবেন না ।
- কাউকে চিনে ফেললে ও বলবেন না ।
- দ্রুত পাশের থানায় যোগাযোগ করবেন ।
- পারলে তাদের বাইক এর নাম্বার পিছে থেকে একটু হলেও দেখার ট্রাই করবেন ।
আল্লাহ আমাদের সবাই কে হেফাজতে রাখুন । smile emoticon
হ্যাপি গেমিং ( __ জনি __ )