আমি ব্রডব্যান্ড ব্যাবহার করি। আমার কিছু বন্ধু ও আমি আমাদের মধ্যে মাঝে মাঝে ফাইল শেয়ার এর দরকার হয়। আমার প্রশ্ন কিভাবে করলে আমরা আমাদের ল্যান এর মধ্যে আমাদের ফাইল নিতে ও দিতে পারি, অবশ্যই একটু ভালো গতিতে। আমরা ৫১২ কেবিপিএস ব্যাবহার করি, কিন্তু আমরা চাচ্ছি স্পীডটা যাতে bdix এর এফটিপি সার্ভার এর মতো হয়। এমন কোনো প্রক্রিয়া আছে কি এইটার সমাধান করা যায়?
ধন্যবাদ।