User Tag List

Results 1 to 6 of 6

Thread: ভালবাসি তাই, সমালোচনা করে যাই ।

 1. #1
  Member
  • Walking Death's Gadgets
   • Motherboard:
   • Gaytell Chumma v.1
   • CPU:
   • Quad ballz [newly purchased :)]
   • RAM:
   • Poshu pakhi pali na[vegeterian]
   • Hard Drive:
   • huggies diper storage capacity 1 TB
   • Graphics Card:
   • Amar choshmar power 2.00 HD UVray protection
   • Display:
   • Ja dekhi tai[sometimes nightfall]
   • Sound Card:
   • Sound abar kobe card hishebe available moja los naki?
   • Speakers/HPs:
   • Amar kono hearing problem nai anyway Hearing AID 4.1
   • Keyboard:
   • Computer e key use hoy jantam na.
   • Mouse:
   • My mouse has no balls
   • Controller:
   • Ami
   • Power Supply:
   • Biogas
   • Optical Drive:
   • fiber optic
   • USB Devices:
   • Gaysaccent 8 shitabyte
   • UPS:
   • Bio Gas dual
   • Operating System:
   • Benchmark Scores:
   • Halay pagol hoise naki? ki koy
   • Comment:
   • Comment korlum
   • ISP:
   • Paile khun kormu
   • Download Speed:
   • 100 kilo BITE
   • Upload Speed:
   • Na kono BITE khay na khali dey
  Walking Death's Avatar
  Join Date
  Mar 2008
  Location
  Enshrouded
  Posts
  1,977

  Default ভালবাসি তাই, সমালোচনা করে যাই ।

  এক বাঙ্গালী আরেক বাঙ্গালীরে, বাঙ্গালী বলে গালি দেয়। আমার কথা নিশ্চই বুঝতে অসুবিধা খাইতেসেন? হা হা হা স্বাভাবিক ব্যাপার, আপনিও তো বাঙ্গালী, বাঙ্গালী জাতি আবার একটু টিউব্লাইট জাতের, দেরিতে জ্বলে আরকি। খেক খেক। যাই হোক আমিও আবার টিউব্লাইট এর মত টাইম বেশি লাগাইতেসি আসল কথা কইতে। একটা জোকস দিয়া শুরু করি। রহমত চাচা একবার রাস্তা দিয়া হাইটা যাইতেসে, হঠাৎ দেখে যে রাস্তার মাঝে পুলাপান ভির কইরা কি জানি দেখতেসে, তো উনিও ওই ভিরের ভিত্রে ঢুইকা, এক ঘন্টা পর বের হইল, বের হয়া আমার লগে দেখা হইসে আর কয় যে বুঝলা বাবা, বাঙ্গালী পুলাপানের কুনো কাম কাজ নাই, খারায়া খারায়া ঘন্টার পর ঘন্টা তেল মালিশ ওষুধ বেচা দেখতাসে, বাঙ্গালী গাধা কোথাকার। এইবার হয়তবা আমার কথার মানে বুইঝা ফালাইসেন আপ্নারা? এখনো যারা বুঝেন নাই তারা বারিত যান
  আমার লিখা পড়ার পর নিজেকে রহমত চাচা মনে হইতেই পারে, কারন যারা আবার একটু হার্ডকোর প্রেমিক/প্রেমিকা তারা লিখাটা পড়া শেষ হইলে ভাবতে পারেন "শালা আল বাল লেইখা থুইসে, টাইম টাই লোস খাইলাম"
  হেহেহে তাদের কেও বাড়িত যাওয়ার অনুরোধ করলাম।  যাই হোক আসল কাহিনি তে আসি, ঈদ এর ৪র্থ দিন রাইতে এক জানের দুস্ত রে কল দিলাম একটা ইম্পরট্যান্ট কামে।
  আমি- হ্যালো দুস্ত কি কর?
  দুস্ত- হুম, রেডি হইতাসি
  আমি-খাইসে কই যাস?
  দুস্ত-আরে ব্যাটা যাই না, সাড়ে ১১ টায় নাটক আসে হার্ডকোর প্রেমের নাটক, অইটা দেখার লিগা রেডি হইতেসি
  আমি- হায় আল্লাহ, তুই নাটক ও দেখস??
  (এই কথা বলার মানে হইল তার কিছু মাস আগেই একদিন আমারে এই দুস্ত কইসে নাটক ফাটক নাকি শুধুই মেয়ে মাইনসের জিনিশ, এই কারনেই হাল্কা অবাকিত হইলাম)
  দুস্ত-নারে ব্যাটা এইটা দেখা লাগবো, হেব্বি জিনিশ বানাইসে শুনলাম
  আমি- ও ঠিকাসে নাটক দেখ পরে কথা কমু নে।
  দুস্ত- হুম, তুই ও দেখ ভালো লাগতে পারে
  আমি- আচ্ছা ঠিকাসে, রাখি বাই।
  ফোন রাইখা ঘুম দিলাম , কারন ওই মুহূর্তে এইসব দেখার মত এনারজি বা ইচ্ছা কুনোটাই আসিলো না।
  পরের দিন সকালে ঘুম ভাংলো, বান্ধবির ফোন এ।
  বান্ধবি-এই কাল রাতে নাটক কেমন লাগসে?
  আমি-(ঘুম ঘুম ভাব নিয়া) কিসের নাটক জান?
  বান্ধবি- কি? তুমি ভালবাসি তাই, ভালবেসে যাই নাটক দেখো নাই??
  আমি-(বুঝলাম সে ওই নাটকের কথা বলতেসে, যেটা আমার দুস্ত আমারে কইসিলো) , না আমি দেখি নাই , ঘুম পাইসিলো অনেক।
  বান্ধবি-তোমার ভিতরে যদি এক ফোটাও রস কস থাকতো?
  (যাই হোক এই সেই , কাব জাব , বহুত পেচাল পারলো সে)
  ফ্রেশ হইয়া ফেইসবুক এ ঢুকতেই আমি এই কি হাল, সবার এক্টাই স্ট্যাটাস, ভালোবাসি তাই , ভালোবেসে যাই । বুঝতে আর বাকি থাকল না যে, নাটক ব্লকবাস্টার হিট খাইসে। নাটক টা না দেইখা মিস করলাম। একটু পর ই আমি সেই নাটক এর ডাউনলোড লিঙ্ক পাইয়া গেলাম। ডাউনলোড দিয়া ভাবতে থাকলাম, কি আসে রে ভাই এই নাটক এ। তার উপর আবার ১৫হাজার + মেম্বার তাদের ওই নাটকের গ্রুপ এ। সবার ওয়াল পুশট এ খালি ভালবাসার কতা বার্তা
  ডাউনলোড কমপ্লিট হইলো, আমি অনেক আগ্রহ নিয়া নাটক টা দেখলাম। পুরা নাটক দেইখা আমি ইয়া খুদা এইটা কি দেখলাম । শুরুতে পুরাটা ধরতে না পারলেও লাস্ট এর বাইক এক্সিডেন্ট টা আমাই একবারেই হাতে নাতে ধরলাম, যেটা কিনা একটা ছোট রোমান্টিক গল্প থেকে মেরে দিসে। ওই গল্পের আবিস্কারক কে আমি জানি না, বাট অনেক বার ইউটিউব এ আর এফ বি তে দেখসি। লিঙ্ক টা দিয়া দিলাম নিজ দায়িত্তে দেইখা নিয়েন। লাভ স্টোর - http://www.youtube.com/watch?v=QUXrVp8VTFk
  এই গল্প নিয়াও আমার কিছু প্রশ্ন আসে, কারন বাইক এর ব্রেক ফেইল হইলে, স্টারট বন্ধ কইরা স্পিড কমানো যাইত, যাই হোক আমি ওই ব্যাপারে যাবো না। কথা হইল হুবুহু কপি পেস্ট দেইখা আমার কেমুন জানি সন্দেহ হইল যে পুরা নাটক টাই মনে হয় বিভিন্ন জায়গা থেকে কপিড... কিসুক্ষন পর এফ বি তে ঢুইকা আমি আরও শিউর হইলাম একটা লাইক পেইজ এর স্ট্যাটাস দেইখা, স্ট্যাটাস টা ছিলো এমন-
  "তুমি অধম , তাই বলিয়া আমি উত্তম হইব না কেন ? তিশা এবং ইরেশের ঘটনাটা ১৯৯৮ সালে প্রকাশিত Tom Hanks ও Meg Ryan অভিনীত You've Got Mail movie থেকে হুবহু copy করা এমনকি প্রতিটা e -mail . আমরা অনেকই english movie দেখি না বলে copy করা "ভালবাসি তাই ভালবেসে যাই" নাটককে মনে করছি "মৌলিক শিল্প", বাস্তবে না নয় . বেশিরভাগ ইন্ডিয়ান movie Hollywood এর copy past মাত্র . এই নাটকটি ও তার বেতিক্রম নয় ."
  তুমি অধম , তাই বলিয়া আমি উত্তম হইব না কেন ? এই গ্রুপ টি কে অশেষ ধইন্নাবাদ। কারন কপি করসে ঠিক ই বাট একটু আপডেটেড স্টাইলে আরকি
  নাটক টা আবার পুরাটা দেখলাম, জয়ার কাহিনী টার ব্যাপারে আমি শিউর না তবে, আমার ধারণা এইটাও একটা চাইনিস মুভি থেকে আপডেট করে কপি করা, সম্ভবত Memoirs of a Geisha(২০০৫) এই সিনেমাটা আমি শিউর না, কেউ পারলে আমাকে জানাবেন
  প্রিজারভেটিব আলা নাটক দেখে আর সহ্য করতে পারলাম না, তাই এই নাটকের ফেন পেইজ এ লিখলাম , নাটক টা ভুয়া লাগসে, পুরাটাই বিভিন্ন স্থান থেকে কপি করা।
  ৫মিনিট এর মধ্যেই আমারে ছিলা শুরু করল হাড়ডকোর লাভার লুকজন রা, এক মেয়ে আমাকে বল্লো, ভাল না লাগ্লে লাইকাইসেন কেন? যান এখান থেকে ভাগেন। আমি তো
  আমি রিপ্লাই দিলাম, ভালো না লাগ্লে খারাপ লাগসেই তো বলব, আজিব আমি আমার মত প্রকাশ করতে পারব না?
  একটু পর আরেক হার্ডকোর (সুতা ব্যাবসায়ি সম্ভবত) নায়ক আমারে রিপ্লাই দিয়া বলল, এরকম একটা কপি কইরা নাটক বানায়া দেখান, লাল সুতা বের হয়ে যাবে
  আমি তো আবার যাই হোক আমি আর তর্কে গেলাম না, কারন আমার মতে, তর্ক শুধু ২ জন ব্যাক্তি ই করতে পারে, ১।পাগল, ২।বুদ্ধিমান । আমি এই ২ এর মাঝে পরি, তাই আর কথা না বারায়া জলদি গ্রুপ ত্যাগ করলাম। যাই হোক লাল শুতা আলা ভাই, আমিও একজন ফটোগ্রাফার(হয়ত খুব একটা জাতের না) আমিও হাল্কা পাতলা জানি কেম্নে নাটক সিনেমা বানায়, তাই বলি চুরি কইরা নাটক আমি বানামু না , আমার বাপ মা আমারে চুরি করা শিখায় নাই (শালা গাধার বাচ্চা) । নাটক বানাইলে নিজেই কাহিনি লিক্ষা নিজেই বানামু।
  এবার আসি আপামনির কমেন্ট এর ব্যাপারে, আপা আপনাকে বলতেসি,(সব মেয়েদের কেই আমি সমান ভাবে সম্মান করি)
  দেশ এখন স্বাধীন, আমি এই দেশের নাগরিক, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা আমারও আসে। খুব তো দেখি আপ্নারা, বাক স্বাধিনতা, পোশাক স্বাধিনতা নিয়া ফালাফালি করেন? আর একটা ভুয়া , চুরাই নাটক রে খারাপ কইলেই আমারে ভাগায় দিবেন তাই না? ২০০% গ্যারান্টি দিয়া বলতে পারি আপনি শাকিব খান এর হেইট ক্লাব এর মেম্বার, কেননা ওর সিনামাও সব হিন্দি সিনেমা থেকে নকল, শাকিব খান এর সিনেমা নকল হইলে সেটা দোশ? আর সিহাব শাহিন করলে লিলাখেলা? প্রেম? ভালোবাসা? আর কিছু কইলাম না।  যাই হোক অনেক কথাই কইলাম এতক্ষন। এইবার আসি নাটকটির ওভারঅল রিভিউ তে।
  নাটকের সিনেমাটগ্রাফি আহামরি কিছুই না, তবে খারাপ ও না। ভালো।
  অভিনয় এর দিক দিয়া শুভ রে মুন চাইসে কানের তলে থাবড়া লাগাইতে। শুভ ভাই চেহারা ভালো হইসেই নিজেকে ইম্রান খান ভাবা ঠিক না। পুরা নাটক এ উনি ইমরান খান কে আগা গোড়া নকল করসেন। গাধা কোথাকার।
  ইরেশ আর তিশা এর অভিনয় খুবি ভালো। দে হেভ আ ক্লাস।
  জয়া মারভেলাস সব বার এর মতই।
  আর বাকিরা নট ব্যাড।
  সিহাব শাহিন এর উদ্দ্যেশে বলব, ভাই আর কতদিন? এর আগের টাও পুরা সিনেমা কপি করসেন, আর এইবারের টায় খন্ড খন্ড কপি করসেন, কি ভাবসেন বাঙ্গালী রা বিদেশি মাল খায় না? কেউ বুঝবো না? ভাই নিজে একটা কাহিনি বানায়া দেখান, দেখেন কত ভালোলাগে।
  আর হার্ডকোর প্রেমিক/প্রেমিকারা আপনাদের কে বলি, এত মাতামাতি কইরা কুনো লাভ নাই, পুরাটাই আপনাদের কে মদ বইলা কোক খাওয়ায় দিসে।
  আর ভালো লাগতেসে না লিখতে হুদাই একটা ভুয়া জিনিশ নিয়া নিজের ২ ঘন্টা সময় নষ্ট করলাম বাঙ্গালী বলেই কথা, পিউর বাঙালি তো তাই আরকি।, খুদা লাগসে তাই, খেতে চলে যাই, টাটা বাই বাই


  Source - http://www.somewhereinblog.net/blog/...im007/29444228

  সিহাব শাহিন go yourself
  Last edited by Walking Death; September 8th, 2011 at 19:20.

  Like a wolf in sheep's clothing
  I try to hide my deepest sins,
  Of all the things that I've done wrong
  And I know where I belong.  http://www.last.fm/user/deathwalking

 2. #2
  Member
  • Dee's Gadgets
   • Motherboard:
   • Asus Maximus VIII Ranger
   • CPU:
   • Intel Core i5 6600k
   • RAM:
   • G.Skill Ripjaws V 2x8GB DDR4 2400MHz
   • Hard Drive:
   • Samsung 830 128GB SSD; Crucial M500 960GB SSD
   • Display:
   • Dell S2216H
   • Keyboard:
   • Cooler Master Quick Fire Rapid-i Cherry MX Brown
   • Mouse:
   • Cooler Master MasterKeys Lite L
   • Power Supply:
   • Cooler Master V650 Gold
   • Operating System:
   • Windows 10 x64
   • ISP:
   • Link3 GATI
   • Download Speed:
   • 2Mib/s
   • Upload Speed:
   • 2Mib/s
  Dee's Avatar
  Join Date
  Aug 2010
  Location
  Dhaka
  Posts
  4,647

  Default Re: ভালবাসি তাই, সমালোচনা করে যাই ।

  ভুয়া জিনিস না দেইখা ভালই কইরাছি।

 3. #3
  Member
  • s.s.shuvo's Gadgets
   • Motherboard:
   • AsRock AB350 Pro4
   • CPU:
   • AMD Ryzen 5 1600
   • RAM:
   • G.SKILL FORTIS 16GB (2 x 8GB) DDR4 2400
   • Hard Drive:
   • Samsung 850 EVO 2.5" 250GB Sata III SSD
   • Graphics Card:
   • MSI GeForce GTX 1060 Aero ITX 6GB
   • Display:
   • Dual ASUS VN248H-P IPS 23.8" 5ms (GTG) with Mounted on VESA stand
   • Sound Card:
   • Topping D30 DAC > Schiit Magni 3 headphone amp, xDuoo TA-01 DAC/Amp combo (Tube)
   • Speakers/HPs:
   • Polk Audio T15 through Nobsound TPA 3116 amp, Philips SHP9500, Monolith M1060 Planar
   • Keyboard:
   • Generic Backlit
   • Mouse:
   • Rapoo Vpro
   • Power Supply:
   • SeaSonic M12II 620 EVO Bronze 620W (Full Modular)
   • Comment:
   • Sokol game motamuti chole r ki
   • ISP:
   • Spectrum Time Warners Cable
   • Download Speed:
   • 7500
   • Upload Speed:
   • 2500
  s.s.shuvo's Avatar
  Join Date
  Feb 2011
  Location
  Buffalo
  Posts
  533

  Default Re: ভালবাসি তাই, সমালোচনা করে যাই ।

  এই জিনিসটার নামই ত বুদ্ধি প্রতিবন্ধী লেভেলের । ভিতরে যে এই জিনিস থাকবে, তা ত জানা কথাই =))
  Past : Full time gamer - Part time others
  Present : Full time others - Part time gamer

 4. #4
  Member
  • Frank3nst3in's Gadgets
   • Motherboard:
   • MSI 760GM-P33
   • CPU:
   • AMD Athlon II X4 640
   • RAM:
   • 2x2GB [Silicon Power+Transcend] DDR3-1333 CL9
   • Hard Drive:
   • Samsung 500GB F3, WD Blue 1TB, Seagate Barracuda 1TB, Hitachi 160GB
   • Graphics Card:
   • ECS EliteGroup GTX 550Ti
   • Display:
   • ASUS VX229H 21.5
   • Sound Card:
   • Creative SB X-Fi Titanium
   • Speakers/HPs:
   • Panasonic HTF600, SoundMagic E10
   • Keyboard:
   • CM Storm Devastator MS2K
   • Mouse:
   • CM Storm Devastator MB24
   • Power Supply:
   • Thermaltake LitePower500 W0316RE
   • Operating System:
   • Windows 8.1
   • ISP:
   • Banglalion
   • Download Speed:
   • 64 KBps
  Frank3nst3in's Avatar
  Join Date
  Jul 2010
  Posts
  4,247

  Default Re: ভালবাসি তাই, সমালোচনা করে যাই ।

  Damn!!!

  দেখি নাই অবশ্য, ভাল ই করসি!!


 5. #5
  Member soul's Avatar
  Join Date
  Apr 2008
  Location
  Dhaka, Bangladesh, Bangladesh
  Posts
  475

  Default Re: ভালবাসি তাই, সমালোচনা করে যাই ।

  bal bal bachgeya

  I'll start again
  And whatever pain may come
  Today this ends
  I'm forgiving what I've done

 6. #6
  Member
  • Ratul107's Gadgets
   • Motherboard:
   • gigabyte h61M s2p
   • CPU:
   • core i5 2400 3.1 ghz
   • RAM:
   • 2x2gb ddr3 1333mhz
   • Hard Drive:
   • 1TB + 1TB ext
   • Graphics Card:
   • Sapphire R9 280X
   • Display:
   • samsung SA300 20" 1600X900
   • Sound Card:
   • built in
   • Keyboard:
   • generic
   • Mouse:
   • generic
   • Controller:
   • generic
   • Power Supply:
   • thermaltake smart power 550w
   • UPS:
   • 1000va
   • Operating System:
   • win 7 64 bit ultimate edition
   • Benchmark Scores:
   • Cpu 7.4 gpu 7.8 ram 7.6 hdd 5.9
   • Comment:
   • it's a mixed bag ... but gaming performance is satisfactory
   • ISP:
   • smilebd
   • Download Speed:
   • ~240kB/s
  Ratul107's Avatar
  Join Date
  Aug 2010
  Location
  dhaka
  Posts
  1,423

  Default Re: ভালবাসি তাই, সমালোচনা করে যাই ।

  Click image for larger version. 

Name:	Capture.PNG 
Views:	35 
Size:	62.0 KB 
ID:	12058


Similar Threads

 1. Replies: 3
  Last Post: August 11th, 2011, 15:52
 2. Replies: 8
  Last Post: July 18th, 2011, 00:13
 3. Replies: 7
  Last Post: June 1st, 2010, 11:49
 4. Replies: 0
  Last Post: September 16th, 2008, 23:58

Tags for this Thread

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Page generated in 0.28065 seconds with 15 queries.