প্রিয় সদস্যবৃন্দ , প্রথমেই আমি আপনাদের World War Online (WWO) -এর বাংলাদেশ ফোর্স থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
বর্তমানে অনলাইন গেম আমরা অনেকেই খেলে থাকি। তো এখানে হয়তো অনেক খেলোয়াড় আছেন যারা ফেসবুকে প্রতিনিয়ত City Vally ,Farm Vally, Criminal Case , Castle Age , Planet Of Zombie ইত্যাদি প্রভৃতি গেমসমূহ খেলে থাকেন।
তাদের জন্য আমি একটু বলতে চাই World War Online (WWO) বিনামূল্যে খেলতে পারার মতো খেলাগুলোর মধ্য একটি শ্রেষ্ঠ খেলা যা মূলত মাল্টিপ্লেয়ার অনলাইন ব্রাউজার ভিত্তিক যুদ্ধ খেলা এবং বিশ্বের প্রায় সব দেশের খেলোয়াড়রা এখানে আছেন !
প্রায় ১০০ দেশের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ ও আছে এখানের খেলোয়াড় তালিকায়। সাধারণত যুদ্ধ, কৌশল ও সম্প্রদায়ের অনন্য সমাহার এখানে রয়েছে। অনলাইনে কিন্তু কম গেম আছে যেখানে নিজের দেশের জন্য খেলা যায়।
> এখানে বর্তমানে আমরা এই সার্ভারে ২৫-৩০ জন নিবেদিত বাংলাদেশি খেলোয়াড়দের আছি।
> এটা সত্যিই শুধু বাংলাদেশি খেলোয়াড়দের জন্য , আপনি চাইলেও অন্য দেশ নিয়ে খেলতে পারবেন নাহ !
> এটা সত্যিই যে এই গেমটাতে "বাংলাদেশ" মানে বিশ্বের প্রায় ১০০ দেশে আমাদের উপস্থাপন করা।
> এই গেমটিতে আমাদের দেশের সাহায্যের জন্য আরো খেলোয়াড় প্রয়োজন ও সঙ্গে আমরা তাদের ও ধন্যবাদ জানাতে চাইছি যারা আসতে চান বা আগ্রহী করতে যারা উৎসাহী জুগিয়ে যাচ্ছেন।
এই খেলার কি বিশিষ্টতা ?
* সমস্ত বাংলাদেশি এখানে একটিই দল , আপনি এখানে শুধু বাংলাদেশী হিসাবে প্রবেশ করতে পারবেন, আপনি চাইলেও অন্য দেশ নিয়ে খেলতে পারবেন নাহ !
* কোন গিল্ড নেই , তাই এই খেলায় কোন ব্যক্তিগত কম্পিটিশন হওয়ার সম্ভাবনা নাই।
* এই খেলায় জাতীয় ব্যাংক আছে (ঋণ নেওয়ার জন্য), ট্রেড আছে (ব্যবসার জন্য), সরকার আছে (দেশের ব্যবস্থাপনা জন্য)
* এই খেলায় আপনাকে সাহায্যের জন্য নিবেদিত অনেক সহায়ক বন্ধু আছেন।
* এটা এমন একটি খেলা যা আপনার দেশকে উপস্থাপন করে ...
* নিম্ন ইন্টারনেট ব্যান্ডউইড্থ যথেষ্ট , কেননা এটি কোন ফ্ল্যাশ/অ্যানিমেটেড গেম নয় , মোবাইল থেকেও চালানো সম্ভব।
* সুন্দর বেশ কিছু ছবি খেলায় ব্যবহৃত হয়েছে ও একটা চমৎকার জায়গা আছে ...
* ইত্যাদি ইত্যাদি ...
==============
বাংলাদেশের জন্য খেলুন !
==============
এই গেমটির লিঙ্ক নিম্নে -
http://www.worldwaronline.com/
আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ -
https://www.facebook.com/groups/730619653630805/
[WWO Bangladesh Force]
শুভেচ্ছান্তে ,
আব্দুল আলীম শাকির(AM13)
WWO Bangladesh Force
vBulletin Message