Developer: Ubisoft Montreal
Publisher: Ubisoft

আপনারা অনেকেই ২০০৪ সালে নির্মিত গেম ফারক্রাই খেলেছিলেন। অ্যাকশন ফার্স্ট পারসন শুটার। ফ্রী পাবেন
Here(Non resumeable) or Here(resume able, search in downloads)
এবার এরই ধারাবাহিকতায় অক্টোবরে বের হলো FARCRY 2.
FARCRY তৈরী হয়েছিল CRY ENGINE দিয়া, যার CREATORS হলো CRYTEK যারা কিনা CRY ENGINE 2 দিয়ে বের করেছিল[EA] CRYSIS, CRYSIS:WARHEAD এর মত গেম।
এবার কিন্তু বের করেছে UBISOFT MONTREAL STUDIOS যারা বের করেছিল PRINCE OF PERSIA: sands of time, Prince of Persia : Warrior Within, Prince of Persia: The Two Thrones, and THE PRINCE OF PERSIA [2008 pending].
FARCRY2 এর জন্য তারা ব্যাবহার করেছে DUNIA ENGINE.
এই সব গেমই বাজারে আনে UBI SOFT. যাদের আরো আছে SPLINTER CELL, GRAW এর মত সিরিজ।
যাই হোক আসল জায়াগায় আসি।

কাহানী অব দ্যা গেম:
এই গেমে আপনাকে শুরুতেই দেয়া হবে ৯জন ক্যারেক্টার। এর মধ্যে যেকোন একজনকে নিয়ে খেলতে হবে।
আপনার কাজ “দ্যা জাকেল” নামক একজন কে খুজে বের করা যে কিনা হাজার হাজার সাধানণ মানুষের জন্য হুমকীসরূপ। আপনি তার বিভিন্ন দুর্বলতা বের করে তাকে মারতে হবে। যেখানে তার হাতে রয়েছে মারাত্নক খুনে বাহিনী, পুলিশ, আর্মি ইত্যাদী । আপনাকে কিছ কিছ মিশন আন্ডারকভার হয়ে খেলতে হবে।
গেমপ্লে:
গেমটি মোটামুটি রিয়েল টাইম। সম্ভবত ৬ বা ১২ ঘন্টায় একদিন হয়। আপনাকে ছেড়েদেয়া হবে আফ্রিকার ৫০বর্গকি:মি: এলাকায়। পুরো এলাকা একবারে লোড হবে। আপনি পুরো এলাকা চষে বেড়াতে পারবেন। আপনি মিশন কম্প্লিট করতে যে কোন পদ্ধতি অবলম্বন করতে পারবেন। আপনার যানবাহন হিসাবে আছে, পা, জীপ, সেডান গাড়ী, আর পানিতে রয়েছে ট্রলার। পুরো এলাকায় কোন পাকা রাস্তা আপনার চোখে পড়বেনা। আপনার লাইফ কিনতু লিমিটেড। পেইন কিলার ইন্জকশান দেয়া হবে। আবার আফ্রিকা প্রবেশের কিচুক্ষন পরই আপনি ম্যালেরিয়া আক্রান্ত হবেন। তাই মাঝে মাঝে অতিরিক্ত টেনসান বা পরিশ্রম করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। চিন্তার কিছু নেই। আপনার কাছে থাকেব ট্যাবলেট। গেমের মধ্যে আপনার কিছু বন্ধু থাকবে। বেশী বিপদ বা অসুস্থ হলে যদি আপনার কাছে অসুধ না থাকে তবে তারা আপনার সাহায্যে চলে আসবে। আবার আপনিও তাদের মাঝে মাঝে হেল্প করবেন। রাস্তা চেনার জন্য আপনার কাছে থাকবে GPS ম্যাপ। তবে এবার থাকবে ভিন্ন ভাবে। স্ক্রিনের কোনায় না। আপনার পকেটে। গেমটির আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স মারাত্নক। কোন মাফ নাই। আমার EASY মুডেও খবর হয়ে যায়। এগেমে আপনার সব শত্রুই মানুষ। কোন ভুত, জানোয়ার নাই। সাবধান!! আপনার হাতের অস্ত্র পুরান হলে আপনি মারাত্নক বিপদে পড়বেন। কারণ, পানিতে ভিজলে বা হঠাৎ করে এটা জ্যাম হয়ে যেতে পারে। যা কিনা মারামারির সময় আপনাকে বিপদে ফেলবে। মোট কথা আপনি ভাবতে হবে যে আপনিই নায়ক এবং সব সিদ্ধান্ত আপনার।
গ্রাফিক্স:
মারাত্নক। মনে হবে আপনিই আফ্রিকায় আছেন। বাস্তব পৃথিবীতে যা ঘটে তার প্রায় সব কিছুই হয়। তাই আপনি যদি গম ক্ষেতে ককটেল ফালান, মোটামুটি খবর আচে। গুলি করার সময় সাবধাণ কোথায় গুলি করছেন। আর গ্রাফিক্সের বর্ণনা নাই দিলাম।
আমার চোখে:
গেমপ্লে: স্লো কিনতু রিয়েল। রিয়েলিটি গেমারদের জন্য মারাত্নক। আমার জন্যও।
গ্রাফিক্স: চমৎকার। রিয়েল।
সিনেমাটিক: কোনো কাটসীন নাই। রিয়েল। আপনিই নায়ক। আপনিই সব।
কন্ট্রোল: First Person Shooter, Default is Good.
সাউন্ড: মারাত্নক।
আমার চোখে স্কোর:
গেমপ্লে : ৮.৫
গ্রাফিক্স: ৮.০
কাহানী: ৮.২
সাউন্ড: ৮.০
গড়: ৮.২
যা থাকলে ভাল হতো:
অনেকের মতে কাটসীন থাকা উচিৎ
যাহাই হোক। এখনি কিনে খেলতে বসে যান।
NB: THIS GAME IS RATED 16+ BY THE ROCK. CAUSE OF BLOOD. BAD LANGUAGE.
vBulletin Message