
কাহানী: আপনারে একখানা ভাংগা গাড়ি লই জীবন শুরু করতে হইব। আরকোন গল্পনাই। গেমের মদ্যে রইসে বিভিন্ন মুড। রেসিং মুড, রোডরেজ মুড, মার্কআপম্যান [মার্কামারা] মুড, আর বার্নআউট রুট মুড।
রেসিং মুড: ব্যাখ্যা করন লাগব? তয় মজা পাইবেন রেসের এক্ট্রা মুড টেক ওভার কইরা।
রোডরেজ: এটা খালি ভাংগাচুরার কাম! আপনের অপনেন্ট রেসার গুলারে টেক ওভার করন লাগব। যত গুড় তত মিস্টি।
মার্কআপম্যান: এবার পলানের টাইম! ম্যাপের নির্দ্সিট দাগে গিয়া পৌছাইতে অইব! এসময় ব্যাবাকে আপনারে দোড়াইব আর মারব।
বার্ণআউট রুট মুড: নির্দিস্ট গাড়ির আপডেট ভার্সন আনলক করতে আপনারে টাইম ট্রায়াল দিতে অইব!
এছাড়াও খালি গাড়ি ন। আপনে মটরসাইকেল ও চালাইতে পাইরবেন।
আরো মজার ব্যপার এখানে ওয়েদার ও টাইম চেন্জ করতে পারবেন। ২৪মিনিট/দিন, ২৪ঘন্টা/দিন ইত্যাদি ইত্যাদি।
পুরা গেমখানই সব কিনু ভাংগাচুইরা খান খান করার গেম।

এছাড়াও আপনে গেমের ভেতর অনলাইনে রেজিস্ট্রেশন করে অনলাইন দোস্তদের বার্ণ করতে পারবেন।
কৃতিচিসম অফ দ্যা রক্:
গেমপ্লে:
অসাধারণ আর্কেড। কি কমু। সারাক্ষন খেলি। একবার বইলে আর সহজে উঠবার মন্চায়না। খেলতে খেলতে রিভিউর টাইম ও পাইনাই!
গ্রাফিক্স:
জোশশশশশ!!!! অসাধারণ। তাকাইয়া থাকবেন।
সিনেমাটিক একশন:
গল্প নাই! [দরকারও নাই] তবে আপনার গেমের প্রতিটি একশন বিভিন্ন সিনেমাটিক ক্যামারায় দেখাবে। নিজের গাড়ি নিজেই ভাংগি অ্যাকশন দেখার লাইগা!
কন্ট্রোল:
আর্কেড। সবাই মজা নিয়া খেলতে পারবেন। কীবোর্ড, কন্ট্রোলার সবই ম্যাচ করে মারাত্নক ভাবে।
স্কোর রেটিং ::::
১। গেমপ্লে : ৯.৭
২। গ্রাফিক্স : ৯.২
৩। সিনেমাটিক : ৮.০
৪। সাউন্ড : ৯.০
৫। গড়ে স্কোর: ৯/১০
যা থাকলে ভাল হতো :
সবই ভালা। খারাপ কিসু দেখিনাই! আপনারা দেকলে জানাইবেন।
NB: THIS GAME IS RATED 6+ BY THE ROCK. বাপমা পোলা্পাইন একতরে খেলতে পারব।
এতক্ষন বসে বসে পড়ার জন্য ধন্যবাদ । যাহাই হোক। এখনি কিনে খেলতে বসে যান।
সো রেসার্স আর দেরী নয় BURNOUT PARADISE to HELL now!
vBulletin Message